সূরা আল কাওসার


আরবি সূরাঃ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ
উচ্চারণঃ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
ইন্না আ'ত্বাইনা কাল কাউসার। ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার। ইন্না শা'নিয়াকা হুয়াল আবতার।
অর্থ:
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন। যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।
English:
(1) Surah Al-Kauther In the name of Allah, the Beneficent, the Merciful Lo! We have given thee Abundance;
(2) So pray unto thy Lord, and sacrifice.
(3) Lo! it is thy insulter (and not thou) who is without posterity.