★★ নামাজের বাহিরে এবং ভিতরে ১৩টি ফরজ রয়েছে।
নামাজের বাহিরে ৭ ফরজ:
1. শরীর পাক
2. কাপড় পাক .
3. নামাজের যায়গা পাক
4. সতর ঢাকা
5. ক্বিবলামূখী হওয়া
6. ওয়াক্ত মত নামাজ পড়া
7. নামাযের নিয়ত করা
নামাজের ভেতরে ৬ ফরজ:
1. তাকবীরে তাহরীমাহ বলা
2. দাঁড়িয়ে নামাজ পড়া
3. ক্বির আত পড়া
4. রুকু করা
5. দুই সিজদা করা
6. আখিরী বৈঠক
ছালামের সহিত নামায ভঙ্গ করা সুন্নত । নামায আদায় করতে গিয়ে উপরোক্ত ১৪টি [বাহিরের ৭ টি + ভেতরের ৬টি] ফরযের কোন একেটি ভুলেও ছেড়ে দিলে নামায শুদ্ধ হবে না; নামায পুণরায় পড়তে হবে ।
নামাযের সুন্নত সমূহ:
1. তাকবীর বলে দুই হাত কানের লতি পর্যন্ত উঠান ।
2. হাতের আঙ্গুল পরস্পর পৃথক রাখা ।
3. ইমামের জন্য নামায আরম্ভের তাকবীর উচ্চঃস্বরে পড়া ।
4. ছানা পাঠ করা ।
5. “আউযুবিল্লাহ্” পাঠ করা ।
6. “বিছমিল্লাহ্” পাঠ করা ।
7. সূরা ফাতিহা পাঠ করার পর ঈমাম ও মুস্তাদিগণের মৃদুস্বরে “আমীন” বলা ।
8. পুরুষের জন্য নাভীর নীচে তাহরিমা বাঁধা আর স্ত্রী লোকের জন্য ছিনার উপরে তাহরিমা বাঁধা
9. রুকুর তাকবীর বলা ।
10. রুকুতে দুই হাঁটু ধরা ও আঙ্গুল সমুহ পরস্পর পৃথক রাখা ।
11. রুকুর ভিতরে তিন, পাঁচ বা সাতবার তাছবীহ্ বলা ।
12. রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান ।
13. রুকু হতে উঠার সময়ে ইমামের “ছামিয়াল্লাহ হুলিমান হামীদা” ও মোক্তাদিগণের “রাব্বানা লাকাল হামদ” বলা ।
14. সেজদায় গিয়ে দুই হাঁটু ও তাকবীর বলে বসা ।
15. সেজদায় তাছবীহ্ পড়া ।
16. পুরুষের জন্য ছেজদাহ হতে উঠে ডান পা খাড়া রেখে বাম পায়ের উপর বসা, আর স্ত্রীলোকের উভয় পা ডান দিকে বাহির করে
17.ছতরের উপর বসা ।
18. ছেজদা থেকে উঠার পর এক তছবীহ্ পরিমাণ সময় বসে থাকা ।
19. দরুদ শরীফ পাঠ করা ।
20. দোয়ায়ে মাছুরা পড়া ।
21. দুই দিকে ছালাম ফিরান ।
নামাযের ওয়াজিব সমূহ:
নামাজের মধ্যে মোট ওয়াজিব ১৪টি। এগুলো একটি ভুল করে ছেড়ে দিলে শেষ বৈঠকে সিজদায় সাহু পড়তে হবেঃ
1. সুরা ফাতিহা পড়া
2. সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলানো
3. রুকু ও সেজদায় দেরী করা
4. রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো
5. দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা
6. দরমিয়ানী বৈঠক
7. দুই বৈঠকে আত্ত্যাহিয়াতু পড়া
8. ঈমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে পড়া এবং জোরে জায়গায় জোরে পড়া
9. বিতিরের নামাজে দোয়া কুনুত পড়া
10. দুই ঈদের নামাজে ছয় তকবীর বলা ৷
11. ফরজ নামাজের প্রথম দুই রাকাত কেরাতের জন্য নির্ধারিত করা ৷
12. প্রত্যেক রাকাতের ফরজ গুলির তরতীব ঠিক রাখা ৷
13. প্রত্যেক রাকাতের ওয়াজিব গুলির তরতীব ঠিক রাখা ৷
14. আস্আলামু আ'লাইকুম ও'রাহ...বলিয়া নামাজ শেষ করা



0 Comments